Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাষা ও সংস্কৃতি

নাসিরনগর উপজেলার ভূ-প্রকৃতি ও ভৌগলিকঅবস্থান এই উপজেলার মানুষের ভাষাওসংস্কৃতি গঠনে ভূমিকা রেখেছে । উপজেলাকে ঘিরে রয়েছে কিশোরগঞ্জের অষ্টগ্রাম এবং সিলেটের কালাউক (লাখাই) । নাসিরনগর উপজেলার আঞ্চলিক ভাষা বিশ্লেষণে দেখা যায় এতে সন্নিহিত ব্রাহ্মণবাড়ীয়া, ঢাকা এবং সিলেটের ভাষার মিশ্রিত বৈশিষ্ট্য রয়েছে। মেঘনা, লংগন, তিতাস, খাস্তি, ইত্যাদি নদীর গতিপ্রকৃতি বিরাট হাওড় মানুষের আচার-আচরণ, খাদ্যাভ্যাস, ভাষা ও সংস্কৃতিতে ব্যাপক প্রভাব ফেলেছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

সাংস্কৃতিক পরিমন্ডলে নাসিরনগর প্রখাত বাউল অমিয় ভূষণ চক্রবর্তী, বাউল ঝাড়ু মিয়া, মোহন লাল সরকার সহ বহু গুণি শিল্পীর জন্মস্থান এ উপজেলা।

সাংস্কৃতিক গোষ্ঠী:

সংস্কৃতি কেন্দ্র-চৈয়ারকুড়ি, সাহিত্য পরিষদ- রংধনু সাংস্কৃতিক সংঘ। সুহৃদ সাংস্কৃতিক গোষ্ঠী, চেতনা নাট্য সংসদ ইত্যাদি সাংস্কৃতিক গোষ্ঠী বিজয় দিবস, স্বাধীনতা দিবস, শহীদ দিবস ও অন্যান্য দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করে থাকেন।