এক নজরে ইউনিয়নঃ
ক) ইউনিয়নের নাম ঃ ০৮ নং গুনিয়াউক ইউনিয়ন পরিষদ।
খ) উপজেলা ঃ নাসিরনগর
গ) জেলা ঃ ব্রাহ্মণবাড়িয়া
v একনজরে ইউনিয়নঃ
§ গ্রামের সংখ্যাঃ ৭টি
§ মোট লোক সংখ্যাঃ ১৩২৩৩ জন,
পুরুষ-৬৪৩৫ জন এবং
মহিল- ৬৭৯৮ জন।
§ মৌজাঃ ০৮ টি।
§ আয়তনঃ ১১.৭৬ বর্গ কিঃমিঃ
§ হাট বাজারঃ ০৩ টি।
§ মসজিদঃ ১৩ টি।
§ শ্মশ্মানঃ ৭ টি।
§ ঈদগাহ্ঃ ৫ টি।
§ কবরস্থানঃ ৮ টি।
§ উচ্চ বিদ্যালয়ঃ ০১ টি।
§ প্রাথমিক বিদ্যালয়ঃ
সরকারী-৩ টি,
বে-সরকারী-৩ টি,
কিন্ডার গার্টেন-১টি।
§ মাদ্রাসাঃ ৩টি।
§ ডাকঘরঃ ০১টি।
v মানচিত্রঃ
v গ্রাম ভিত্তিক জনসংখ্যাঃ
§ গুনিয়াউকঃ- ৪৯৫১ জন।
§ বড় নিশ্চিন্ত পুরঃ- ১০৩৮ জন।
§ দাওড়াঃ- ২৪৫ জন।
§ গুটমাঃ- ২৬৯৮ জন।
§ চিত্নাঃ- ৩৪৩৪ জন।
§ বুরুঙ্গাঃ- ৩৯৭ জন।
§ করগ্রামঃ- ৪৭০ জন।
v যোগাযোগ ব্যবস্থাঃ স্থলপথ ও জলপথ।
v দর্শনীয় স্থানঃ
§ হযরত শাহ্জালাল (রাঃ) এর সফর সঙ্গী
হযরত সৈয়দ ম’ আলী(রাঃ) এর মাজার শরীফ।
§ এরসুল বেরিষ্টার সাহেবের বাড়ী।
(ভারতীয় উপমহাদেশের প্রথম বাঙ্গালী মুসলিম ব্যারিষ্টার)
§ মোগল আমলের গুনিয়াউক জমিদার বাড়ী জামে মসজিদ।
§ বাগান বাড়ী (গুনিয়াউক)।
v ফটোগ্যালারীঃ- নেই।
২। ইউনিয়ন পরিষদঃ
v সাংগঠনিক কাঠামোঃ
চেয়ারম্যানঃ ০১ জন।
সদস্যঃ ০৯ জন।
সদস্যাঃ ০৩ জন।
ইউপি,সচিবঃ ০১ জন।
গ্রাম পুলিশঃ ১০ জন।
v ইউপি কার্যালয়ঃ
v পুরাতন ইউনিয়ন পরিষদ- ০১ টি।
v বর্তমান পরিষদঃ
চেয়ারম্যানঃ জনাব, আলহাজ্ব গোলাম ছামদানী।
ইউপি সদস্যাঃ
জনাবা, আয়েশা আক্তার।
’’ নাজমা আক্তার।
’’ রীতা রানী পাল।
ইউপি সদস্যঃ
জনাব, মোঃ কদম আলী।
’’ মোঃ সৈয়দ আব্দুল আজিজ।
’’ মোঃ মোখলেছুর রহমান।
’’ মোঃ আব্দুল আলীম।
’’ মোঃ সামসুদ্দিন।
’’ মোঃ আশ্রাফ মিয়া।
’’ মোঃ সহিদ মিয়া।
’’ মোঃ কামাল উদ্দিন।
v ইউপি সচিবঃ
জনাব, মরোরঞ্জন দেবনাথ।
বর্তমান কর্মস্থলঃ গুনিয়াউক ইউনিয়ন পরিষদ।
v উদ্যোক্তাঃ
১। মোঃ ফেরদৌস মিয়া
২। মোছাঃ ইয়াছমিন আক্তার
vমহল্লাদারঃ জনাব, মোঃ আব্দুর রহমার (দফাদার)
’’ মোঃ শিরু মিয়া
’’ আহাম্মদ আলী
’’ মোঃ ফারুকুর রহমান
’’ মোঃ হিরা মিয়া
’’ মোঃ ফাজু মিয়া
’’ মোঃ ইদ্রিস মিয়া
’’ সুনীল দেবনাথ
’’ পুষ্পলাল দাস
’’ অনিতা রাণী সরকার
সাংগঠনিক কাঠামোঃ
নাম করনঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন গুনিয়াউক। গুনিয়াউক নামের উৎপত্তি স্থানীয় গন্যমান্য বাক্তিবর্গের মাধ্যমে জানা যায় গুনিজনের বাসস্থান হিসেবে নামকরন অনুসারে এই ইউনিয়নের নাম রাখা হয় গুনিয়াউক।
ভৌগলিক অবস্থা ও ইতিহাসঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন গুনিয়াউক। কাল পরিক্রমায় আজ গুনিয়াউক ইউনিয়ন শিক্ষা, সাংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজিস্ব স্বকীয়তা আজও সমুজ্জল। এর উত্তরে নাসিরনগর উপজেলার ফান্দাউক ও চাপরতলা ইউনিয়ন, দক্ষিণে নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়ন, পূর্বে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়ন এবং পশ্চিমে নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়ন। জেলা সদর ও উপজেল সদর হতে স্থল ও জল পথে যে কোন যানবাহনে গুনিয়াউক ইউনিয়নে আসা যায়। এই ইউনিয়নের আয়তন ১১.৭৬ বর্গ কিঃমিঃ। গ্রামের সংখ্যা ৭টি। এর লোক সংখ্যা ১৩,২৩৩ জন প্রায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস